ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিচুর রাজধানী ঈশ্বরদীতে শ্রমিকরা বাঁশের ঝুড়ি-টুকরি তৈরীতে ব্যস্ত

প্রকাশিত: ০০:৪২, ২০ মে ২০১৬

লিচুর রাজধানী ঈশ্বরদীতে শ্রমিকরা বাঁশের ঝুড়ি-টুকরি তৈরীতে ব্যস্ত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ লিচুর রাজধানী ঈশ্বরদীর লিচুর কদর ও সুনাম সারাদেশে রয়েছে। ঈশ্বরদীর লিচু মানেই টসটসে রসালো মিষ্টি ফল। ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে ঈশ্বরদীর লিচুর চাহিদাও অনেক বেশী। বর্তমানে চলছে লিচুর ভরা মৌসুম। সারা ঈশ্বরদীতে চলছে লিচু বিক্রির ধুম। মৌসুমের শুরু থেকেই লিচুর আবাদ, বিক্রি ও বাজারজাত করনের সাথে সংশ্লিষ্টরা নানাভাবে ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে লিচু বাজারজাত করনের জন্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার জন্য ঝুড়ি, টুকরি ও ডালার বিশেষ প্রয়োজন। এজন্য এ মৌসুমে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় বাঁশের তৈরী এসব ঝুড়ি,টুকরি ও ডালা তৈরীতেও ধুম পড়েছে। চলতি মৌসুমে শ্রমিকরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন।
×