ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ॥ উপকূলের মানুষের সময় কাটছে আতঙ্কে

প্রকাশিত: ০০:১৩, ২০ মে ২০১৬

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ॥ উপকূলের মানুষের সময় কাটছে আতঙ্কে

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র অগ্রসর হওয়ার খবরে উপকূলীয় পটুয়াখালী জেলার চরাঞ্চলের মানুষের সময় কাটছে চরম আতঙ্কে। বৃহস্পতিবার দুপুর থেকে গোটা উপকূল জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। মাঝে মধ্যে বইছে হাল্কা দমকা হাওয়া। নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বেড়েছে। আবহাওয়ার বিশেষ বুলেটিনে পায়রা বন্দরসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকায় চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থানীয়রা জানান, রাঙ্গাবালী উপজেলার চরকাশেম, গঙ্গিপাড়া, চরবেষ্টিন, চরআন্ডা, চরগঙ্গা, মৌডুবী, নিজকাটা, চালিতাবুনিয়া, চরইমারশন, চরতোজাম্মেলসহ অন্তত ১৫টি চরের কয়েক শ’ পরিবার দুর্যোগকালীন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এরমধ্যে এমন অনেক এলাকা রয়েছে, যেখানে আশ্রয়ের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। সিডর, আইলা, মহাসেনসহ সম্প্রতি বিভিন্ন ঘূর্ণিঝড়ে ওইসব এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালী নৌ-বন্দর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, পটুয়াখালীর অভ্যন্তরীণ ১২টি নৌ রুটে ৬৫ ফুট নিচের একতলা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
×