ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় রোয়ানু ॥ গলাচিপা ও রাঙ্গাবালীতে প্রশাসনের প্রস্তুতি

প্রকাশিত: ২৩:২৫, ২০ মে ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানু ॥ গলাচিপা ও রাঙ্গাবালীতে প্রশাসনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পটুয়াখালী জেলার সাগরপাড়ের দুই উপজেলা গলাচিপা ও রাঙ্গাবালীর স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উভয় উপজেলার ত্রাণ দফতরে কন্ট্রোল রূম খোলা হয়েছে। কন্টোল রূম দিবারাত্র খোলা রাখা হচ্ছে। গলাচিপা উপজেলা ত্রাণ দফতরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান, পৌরসভাসহ উপজেলার ১২ ইউনিয়নে মোট ৭৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের বিপদ সঙ্কেত পাঁচ নম্বর অতিক্রান্ত হলেই সাইক্লোন শেল্টারগুলোতে দূরবর্তী বিচ্ছিন্ন দ্বীপ এলাকার লোকজনকে আশ্রয় দেয়া হবে। আশ্রয় নেয়া লোকজনদের জন্য শুকনো খাবারেরও ব্যবস্থা নেয়া হয়েছে। রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮০ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এগুলোতে লক্ষাধিক মানুষকে নিরপদ আশ্রয় দেয়া যাবে। আশ্রয় নেয়া লোকজনদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের সঙ্কেত বাড়লেই দূরবর্তী এলাকাগুলো থেকে লোকজনদের সরিয়ে আনার কাজ শুরু হবে। একই ভাবে রেডক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত রাখা হয়েছে। রোয়ানু আঘাত হানার আগেই স্বেচ্ছাসেবকরা যাতে উদ্ধার কাজ শুরু করতে পারে, তার পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
×