ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ভুয়া চিকিৎসক কারাগারে

প্রকাশিত: ২১:৩৩, ২০ মে ২০১৬

বরিশালে ভুয়া চিকিৎসক কারাগারে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নথুল্লাবাদ আলহাজ্ব খাদেম কমপ্লেক্স থেকে এক ভুয়া চিকিৎসককে আটকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। আটককৃত ভূয়া চিকিৎসক জাহাঙ্গীর আলমের বাড়ি নওগা জেলায়। সে ডিপ্লোমা ইন প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করে নিজের নামের পাশে ডাক্তার লিখে চিকিৎসা করে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সুখময় সরকারের আদালতে সোর্পদ করার পর তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এপিবিএন’র পরিদর্শক আলী আহম্মেদ জানান, জাহাঙ্গীর আলম নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দালালের মাধ্যমে রোগী সংগ্রহ করে এক হাজার টাকা ফি নিয়ে রোগী দেখতেন। এছাড়া তিনি ব্যবস্থাপত্রে নামহীন-মানহীন দেশি-বিদেশী ওষুধ অধিকমূল্যে রোগীদের কাছে বিক্রি করতেন। তার চেম্বার থেকে অনুমোদনহীন ঔষধ উদ্ধার করা হয়েছে।
×