ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদ্রোহীদের দখলমুক্ত হল সিরিয়ান শহর

প্রকাশিত: ১৯:৪৪, ২০ মে ২০১৬

বিদ্রোহীদের দখলমুক্ত হল সিরিয়ান শহর

অনলাইন ডেস্ক॥ সিরিয়ার রাজধানী দামেস্কর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিশাল একটি এলাকা বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করেছে দেশটির সরকারি ও মিত্রবাহিনী। দখলমুক্ত হওয়া অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ শহর দির আল-আশাফিরও রয়েছে। বিবিসি বলছে, ২০১২ সাল থেকে বিদ্রোহীদের দখলে থাকা শহরটিসহ আশপাশের আরো নয়টি গ্রাম উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং দ্য লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, সরকারপন্থি বাহিনী বৃহস্পতিবার সকালে বিদ্রোহী অধিকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। অবজারভেটরি জানিয়েছে, সরকারপন্থি বাহিনী সেখানে সহিংস স্থল ও বিমান হামলা চালায়। ফলে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। সরকারপন্থি বাহিনী লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের সহায়তায় বিবদমান বিদ্রোহী গোষ্ঠীগুলোর অনৈক্যের সুযোগ নিয়ে অগ্রসর হয় বলেও অবজারভেটরি জানিয়েছে। সম্প্রতি শক্তিশালী ইসলামপন্থি গোষ্ঠী জইস আল-ইসলাম ওই অঞ্চল থেকে তাদের ৮০০ যোদ্ধাকে সরিয়ে নিয়েছে। সিরীয় সরকার গেল মাসের শেষ দিকে পূর্ব ঘোওতায় শান্তি ও সংযমের ঘোষণা দিলেও সেখানে তীব্র সহিংসতা লড়াই চলছিল। সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আলদুল রহমান জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে সরকার দির আল-আশাফিরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় শহরটি ঘিরে রেখেছিল। প্রসঙ্গত, সিরিয়ায় পাঁচবছর ধরে চলমান গৃহযুদ্ধে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
×