ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রান্সলেটেড বুক এ্যাওয়ার্ড ২০১৬

প্রকাশিত: ০৬:৪২, ২০ মে ২০১৬

ট্রান্সলেটেড বুক এ্যাওয়ার্ড ২০১৬

ইতালিয়ান উপন্যাসিক এলেনা ফেরান্টে। যিনি ২০১৬ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজের জন্য মনোনীত হয়েছেন তার দ্য স্টোরি অফ দ্য লস্ট চাইল্ড বইয়ের জন্য। জেনে রাখা দরকার এ বইটি মূলত ইংরেজী ভাষায় লেখা না। এটি ইংরেজী ভাষায় অনুবাদ। মূল বই লেখা স্প্যানিশ ভাষায়। বইটি বর্তমানে ইংল্যান্ডের বাজারে বেস্ট সেলিং। ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলোর দ্য এ্যালকেমিস্টের (২০০১) পর অনুবাদ বই হিসেবে এটি ম্যান বুকার পেতে যাচ্ছে। তবে এ বইটি আরও একটি পুরস্কারের তালিকায় মনোনীত হয়েছে। ব্রাজিলিয়ান লেখক ক্লারিক লিচপেক্টর, চীনের লিউ জিয়া, এ্যাংগলার জোশি এ্যাদোয়ার্দোসহ এলেনা ফেরান্টের নাম ঘোষণা করা হয়েছে। এরা কেউই মূলত ইংরেজী ভাষার লেখক নন। তবে ইংরেজী সাহিত্য বাজারে এদের রাজত্ব চলছে বর্তমানে। এদের দেয়া হবে বেস্ট ট্্রান্সলেটেড বুক এ্যাওয়ার্ড। চূড়ান্ত বিজয়ী লেখক পাবেন পাঁচ হাজার ডলার। আগামী ৪ তারিখ ইংল্যান্ড থেকে এ পুরস্কার দেয়া হবে।
×