ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড্রেজিং খাতের কাজের অগ্রগতি বাড়াতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ

প্রকাশিত: ২৩:১৯, ১৯ মে ২০১৬

ড্রেজিং খাতের কাজের অগ্রগতি বাড়াতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ

অনলাইন ডেস্ক ॥ পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভায় ড্রেজিং খাতের কাজের অগ্রগতি বাড়াতে অর্থ বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে । আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, এ, কে, এম ফজলুল হক, মো: ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা: সেলিনা জাহান লিটা সভায় অংশগ্রহণ করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নেয়ার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। সভায় ড্রেজিং কার্যক্রম জোরদার করণে আন্ত:মন্ত্রণালয় মিটিংয়ের ব্যবস্থা গ্রহণ, নতুন ড্রেজার ক্রয় এবং পুরাতন ড্রেজার মেরামতের বিষয়ে সুপারিশ করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
×