ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সেবা পদ্ধতি সহজিকরণ কর্মশালা শনিবার

প্রকাশিত: ২২:৫৬, ১৯ মে ২০১৬

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সেবা পদ্ধতি সহজিকরণ কর্মশালা শনিবার

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা ও মাঠপর্যায়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য বিচার বিভাগের ডিজিটাইজেশন সংক্রান্ত কার্যক্রমের আওতায় মনিটরিং ড্যাশবোর্ড তৈরী ও সেবা পদ্ধতি সহজিকরণ বিষয়ক এক কর্মশালা আগামী শনিবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্টিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (ধ২র) সহযোগিতায় অনুষ্ঠেয় এই কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ঢাকা ও মাঠপর্যায়ে কর্মরত ৩০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিষ্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত স্মারকে এ কথা বলা হয়।
×