ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মণিরামপুরে এক চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ২২:৪৮, ১৯ মে ২০১৬

মণিরামপুরে এক চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। মামলার আগে একই অভিযোগে ওই ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার মাহাবুর রহমানকে আটক করে পুলিশ। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা। তিনি জানান, আমরা ঘটনার সত্যতা পেয়েছি। ক্ষতিগ্রস্থদের থানায় আসতে বলেছি। মামলার পর অভিযুক্তদের আটক করে দ্রুত বিচারের সম্মুখিন করা হবে। রাতে মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, রামনাথপুরের অরুণ হাজরা বাদি হয়ে চেয়ারম্যান মন্টুসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। পুলিশ বুধবার বিকালে মাহমুব মেম্বারকে আটক করেছে। ঊুধবার মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন তদন্তে থানার সেকেন্ড অফিসার সিকদার মতিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমাকে লিখিতভাবে অভিযোগ জানালে ব্যবস্থা নিবো। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, আমি এখনি বিষয়টি দেখছি।
×