ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কাল মার্কসের ১৯৮তম জন্ম বার্ষিকী পালিত

প্রকাশিত: ২১:২১, ১৯ মে ২০১৬

গাইবান্ধায় কাল মার্কসের ১৯৮তম জন্ম বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ বস্তুবাদের স্রষ্টা কাল মার্কসের ১৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী পালিত হয়। গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টি এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বিমল বিশ্বাস, রেবতী বর্মণ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব ও শ্রেণী সংগ্রাম তত্ত্যের মাধ্যমে সাম্যবাদি সমাজ প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেন কাল মার্কস। তিনি বলেছেন, মানুষের শ্রেণী সংগ্রামের ইতিহাস।
×