ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় ফিউচার সার্চ কনফারেন্স

প্রকাশিত: ২১:১৫, ১৯ মে ২০১৬

ভোলায় জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় ফিউচার সার্চ কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ দ্বীপ জেলা ভোলায় উপকূলীয় চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশ গ্রহণের মাধ্যমে বন সংরক্ষণ এবং কীভাবে গাছ লাগিয়ে নতুন বন সৃষ্টি করা যায় সে লক্ষে বভিষ্যত কর্মপরিকল্পনা নিরুপণ বিষয়ক ফিউচার সার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রগ্রামস (বিসিসিপি) বৃহস্পতিবার সকালে ভোলা সদরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সার্চ কনফারেন্স এর আয়োজন করেছে। প্রবীণ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন। এ সময় বক্তব্য রাখেন, বিসিসিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মারুফা খানম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মামুনুর রহমান, সহকারী বন সংরক্ষক মো: ফরিদ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, সংবাদ কর্মী, সরকারি কর্মকর্তা, বনায়নের সুবিধাভোগী এবং বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নিয়েছেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা করতে হলে স্থানীয় জনগণের অংশ গ্রহণ আরও বাড়াতে হবে। পাশাপাশি জনগণের সচেতনতা বাড়ানোর জন্য কাজ করতে হবে।
×