ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালের দু’শহীদ মুক্তিযোদ্ধা পুলিশের নামে পুলিশ বক্স

প্রকাশিত: ২০:৪৭, ১৯ মে ২০১৬

বরিশালের দু’শহীদ মুক্তিযোদ্ধা পুলিশের নামে পুলিশ বক্স

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও রূপাতলী বাস টার্মিনালে দুটি পুলিশ বক্সের উদ্বোধণ করা হয়েছে। দু’শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের নামে নির্মিত পুলিশ বক্সের বুধবার সন্ধ্যায় উদ্বোধণ করেন পুলিশ কমিশনার মোঃ লুৎফর রহমান মন্ডল। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সটি শহীদ বীর মুক্তিযোদ্ধা কনেস্টবল জালাল আহম্মদ শরীফের নামে ও রূপাতলী বাস টার্মিনাল এলাকার পুলিশ বক্সটি শহীদ বীর মুক্তিযোদ্ধা কনেস্টবল মুনছুর আলী হাওলাদারের নামে নামক করন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আবু সালেহ মোহাম্মদ রায়হান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম আব্দুর রউফ খান, সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ (ডিবি), আজাদ রহমান (কোতয়ালী), রুনা লায়লা (নগর বিশেষ শাখা), মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব আহম্মেদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী শরীফা বেগম প্রমুখ।
×