ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে শিক্ষক হত্যার ঘটনায় আটক হাফিজুরের মৃত্যু

প্রকাশিত: ২০:২৫, ১৯ মে ২০১৬

রাজশাহীতে শিক্ষক হত্যার ঘটনায় আটক হাফিজুরের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যার ঘটনায় আটক ব্যক্তিদের একজন হাফিজুর রহমান মারা গেছেন। রাজশাহী মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। চিকিৎসকরা বলছেন হাফিজুর রহমান এক ধরনের রক্ত শুন্যতায় ভুগছিলেন। এতদিন কারা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে দুদিন আগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত চারটায় তিনি মারা যান। গত ২৩শে এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে। পরদিন ওই মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে এবং পুলিশ জানিয়েছে সে ছাত্র শিবিরের একটি ওয়ার্ড শাখার সেক্রেটারি ছিলেন। সূত্র : বিবিসি বাংলা
×