ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযান

মগবাজারের একটি হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৫০, ১৯ মে ২০১৬

 মগবাজারের একটি হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মগবাজারের ইনসাফ বারাকাত কিডনি এ্যান্ড জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এ আদেশ প্রদান করেন। দীর্ঘদিন ধরে এ হাসপাতালে নিয়োজিত দালালরা রাজধানীর বিভিন্ন সরকারী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে ভর্তি করার অভিযোগ রয়েছে। রোগী ভর্তির পর অভিভাবকদের জিম্মি করে চিকিৎসাবাবদ অবিশ্বাস্য হারে বিল আদায় করা হয়। অনেক ক্ষেত্রে রোগী ভর্তির পর স্বজনদেরকে দেখতে দেয়া হয় না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ লাখ লাখ টাকা বিল ধরিয়ে দেয়া হয়। এ ধরনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত রাতে এ অভিযান চালায়। এ সময় ক্লিনিকে দেখা যায় মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা হয়। র‌্যাব এ সব উপাদান জব্দ করার পর ডিএমডি আলতাফ হোসেন দোষ স্বীকার করেন। এর আগে পাশের মগবাজারের রাশমনো হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও নোংরা পরিবেশে চিকিৎসাকাজ করার দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
×