ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট

প্রকাশিত: ০৮:৩২, ১৯ মে ২০১৬

কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ১৮ মে ॥ কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট হয়েছে। নগরীর মুগলটুলী ব্যাংকের প্রধান শাখা থেকে শহরতলীর দুর্গাপুর মেডিসিন মার্কেটের সামনে এটিএম বুথে টাকা লোড দেয়ার জন্য সিএনজি যোগে ওই টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ব্যাগভর্তি ওই টাকা লুটে নেয়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটলেও এ বিষয়ে রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানায় ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, বুধবার বিকেলে এবি ব্যাংক কুমিল্লা শাখার প্রধান ক্যাশিয়ার সারোয়ার আলম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল আলম ভাড়া করা একটি সিএনজি চালিত অটোরিক্সা (কুমিল্লা খ ১১-৩১৮৫) যোগে টাকা নিয়ে শাসনগাছা-আলেখাচর বিশ্বরোড সড়কের দুর্গাপুর হোন্ডা গ্যারেজের সামনে পৌঁছলে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে ব্যাগভর্তি ১০ লাখ টাকা লুটে নেয়। রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম জানান, শহরতলীর দুর্গাপুর মেডিসিন মার্কেটের সামনে এটিএম বুথে লোড দেয়ার জন্য কাপড়ের ব্যাগে ১০ লাখ টাকা ও এটিএম ক্যাসেট ভর্তি আরও ১৮ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে এ টাকা লুটের ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান জানান, এ বিষয়ে রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, টাকা উদ্ধারে অভিযান চলছে।
×