ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইয়ুথ ফেস্ট আইডিয়া প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২২:৫৭, ১৮ মে ২০১৬

ইয়ুথ ফেস্ট আইডিয়া প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত ইয়ুথ ফেস্ট আইডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ৫টি ইভেন্টের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয়ীরা আজ বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সাথে সৌজন্য স্বাক্ষাত করে। এসময় ইয়ুথ ফেস্ট আইডিয়া এর রংপুর অঞ্চলের আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও উভয় বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী জানান চলতি বছরের গত ১৩ ও ১৪ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারাদেশের মোট ৪২টি দল অংশ গ্রহণ করে। এর আগে সাতটি ইভেন্টে দেশের বিভাগ ভিত্তিক ¯œাতক পর্যায়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিভাগের চ্যাম্পিয়ন দলই চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের জন সুযোগ পায়। এক্ষেত্রে রংপুর বিভাগে সাতটি ইভেন্টের পাঁচটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বিজয়ী হয়। পরে চুড়ান্ত পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুইটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে। এরমধ্যে ব্যবসায়িক আইডিয়া ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীরা হলো পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের আবু সাঈদ আল সাগর এবং মোঃ আল আমিন ইসলাম। অপরদিকে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া ছাত্রছাত্রীরা হলো উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুথর্ বর্ষের মর্জিনা মাসুদ দ্বীপা, মাহবুব চৌধুরী এবং শারমীন জাহান।
×