ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে সরকারী জমিতে তিনতলা বিল্ডিং

প্রকাশিত: ২২:৪২, ১৮ মে ২০১৬

পার্বতীপুরে সরকারী জমিতে তিনতলা বিল্ডিং

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্র সংলগ্ন ধাপের বাজারে হাইওয়ে পার্শ্বস্থ জেলা পরিষদের প্রায় ৩০ শতক জমি ভূমি দস্যুরা দখল করেছে। আজ বুধবার সকালে সেখানে গিয়ে দেখা যায় জনৈক তহুবারের তিনতলা বিল্ডিংসহ ৩০ টি ছোটবড় দোকান ,ব্যবসা প্রতিষ্ঠান । জানতে চাইলে তারা জানান , এসব জোতের সম্পত্তি, মালিক রয়েছে। বহু হাতবদল হয়ে তারা ক্রয় করেছে দলিলমূলে। তবে স্থানীয়রা তাদের এসব বক্তব্য ডাহা মিথ্যা বলে উল্ল্যেখ করে বলেছেন, ‘রাস্তা পার্শ্বস্থ জমি কখনও ব্যক্তিমালিকানার হতে পারে না,। এক শ্রেনীর দুষ্ট প্রকৃতির লোক সরকারী জমি জাল দলিল তৈরী করে এভাবেই বেচাকেনা করছে। ঘটনার সাথে সেটেলমেন্ট ও ভূমি অফিসের অসৎ প্রকৃতির কর্মচারীরা জড়িত রয়েছে । পার্বতীপুর থেকে ফুলবাড়ী হয়ে মধ্যপাড়া পর্যন্ত হাইওয়ের দুপার্শ্বের সরকারী সম্পত্তি দখলের প্রতিযোগীতা চলছে । দেখার কেউ নেই বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
×