ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটে শিক্ষার্থীদের ভাংচুর

প্রকাশিত: ২২:১৬, ১৮ মে ২০১৬

ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটে শিক্ষার্থীদের ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণিতীর অভিযোগে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে শিক্ষার্থীরা ইন্সটিউটের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে এ ভাংচুরের ঘটনা ঘটায়। এক পর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। সেসময় অধ্যক্ষ নিজের রুমে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান দীর্ঘদিন দিন ধরে শিক্ষার্থীদের উপ-বৃত্তির অর্থ সহ বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের টাকা আত্মসাৎ করেছেন। এসবের প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে থাকেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন শিক্ষার্থীরা কেন ভাংচুর করেছে তা তিনি জানেন না।
×