ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

প্রকাশিত: ২১:২১, ১৮ মে ২০১৬

মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ‘মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় দাবী বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মবিরতি পালন করছে মাদারীপুর জেলার মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার প্রথম দিনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের সময় সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান উজ্জ্বল, জেলা কমিটির পক্ষে বিমল চন্দ্র ম-ল, জাহাঙ্গীর আলম, মৃত্যুঞ্জয় বালা প্রমুখ। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির প্রারম্ভিক বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, তাদের নিয়োগ বিজ্ঞপ্তির উপর রিট পিটিশন খারিজ, স্বতন্ত্র অধিদপ্তর স্থাপনসহ ১০ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামীতে বড় ধরণের কর্মসূচী ঘোষণা করা হবে বলেও তারা ঘোষণা দেন। এদিকে কর্মবিরতি চলাকালে মাদারীপুর সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃহস্পতিবারও অনুরূপ কর্মসূচী পালন করা হবে।
×