ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিদেশীদের কোন হস্তক্ষেপে কাজ হবেনা : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৯:৫১, ১৮ মে ২০১৬

বিদেশীদের কোন হস্তক্ষেপে কাজ হবেনা : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ইউপি নির্বাচনে মনোনয়ন বানিজ্য সহ নানা অপকর্মের সাথে আওয়ামীলীগের যে সকল নেতারা জড়িত রয়েছে আসন্ন কাউন্সিলে গঠিত নতুন কমিটিতে তারা স্থান পাবেনা। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহুরীগঞ্জে ফেনীর নদীর উপর ফোর লেইনের মহুরী সেতু উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন দেশের আভ্যন্তরীন রাজনীতি নিয়ে বিদেশীদের কোন হস্তক্ষেপে কাজ হবেনা। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবো। বিদেশী শক্তির মধ্যস্থতা আমাদের কোন প্রয়োজন নেই। ফোর লেইনের কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে সুন্দয্য বন্ধনের কাজ সহ আনুসাঙ্গিক কাজশেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধান মন্ত্রী ফোরলেইন উদ্ধোধন করবেন। এ সময় তার সাথে ছিলেন প্রকল্প পরিচালক,সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বৃন্ধ।
×