ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিতর্কে নেপালের সেনাবাহিনী

প্রকাশিত: ১৯:৪৬, ১৮ মে ২০১৬

বিতর্কে নেপালের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক॥ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও মালাইকা অারোরা খানকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন দেশটির সেনাবাহিনী। যদিও সেনাবাহিনীর দাবি, স্বাগত জানানোর মধ্যে কোন ভুল কিছু হয়নি। এমনকি, তারা এই বিষয়ে ভুল কিছু করেনি। খবর কলকাতা টোয়েন্টিফোরের। প্রসঙ্গত, গত সপ্তাহে নেপালের ভূমিকম্পবিধ্বস্ত মানুষের ত্রাণের জন্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে নেপালের রাজধানীর কাঠমন্ডু যান সোনাক্ষী ও মালাইকা। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন নেপালের সেনাবাহিনীর প্রধান রাজেন্দ্র ছেত্রীর স্ত্রী। ফলে পরোক্ষভাবেই সেনাবাহিনী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। অভিনেত্রী সোনাক্ষীকে স্বাগত জানাতে বিমানবন্দরে খোদ উপস্থিত ছিলেন জেনারেল সমীর শাই। আর মালাইকাকে স্বাগত জানান উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। এই ঘটনার পরেই তুমুল সমালোচনার ঝড় ওঠে স্থানীয় সংবাদমাধ্যমে। শুরু হয় বিতর্কও। সংবাদমাধ্যমের দাবি, সেনা বাহিনীর কর্মকর্তাদের এমন কাজের ফলে সেনাবাহিনীর সম্মানহানি হয়েছে এবং মনোবল কমে যেতে পারে। যদিও সেনাবাহিনীর দাবি, তারা কোন ভুল করেনি।
×