ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিরের সাথে লড়াই

প্রকাশিত: ১৯:৩১, ১৮ মে ২০১৬

কুমিরের সাথে লড়াই

অনলাইন ডেস্ক ॥ কুমিরের সাথে লড়াই করে বেঁচে ফিরলেন ৭২ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নাগরিক। বিবিসির প্রতিবেদনে জানা যায়, কাকড়া ধরার সময় হঠাৎ করে এক কুমির আক্রমণ করে বসে। এ সময় এই লোকের বন্ধু পানিতে ডুবে গেলেও বেঁচে যান তিনি। উদ্ধার হওয়ার পর এই বৃদ্ধ জানান, সে এবং তার বন্ধু বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার তারা কাকড়া ধরার জন্য ৩ ফুটের একটি নৌকা নিয়ে পানিতে নামে। বেশ ভালই সময় কাটছিল তাদের। কিন্তু হঠাৎ করেই একটি কুমির আক্রমণ করে নৌকাটি উল্টে দেয়। এ সময় বৃদ্ধর বন্ধু পানিতে ডুবে গেলে কুমিরটি বৃদ্ধকে আক্রমণ করে। এ সময় হাতের কাছে পাওয়া নৌকার ছোট নোঙর দিয়ে কুমিরের মাথায় আঘাত করে সে। এরপর সাঁতরে একটি গাছে উঠে বসে। কিন্তু তারপরও কুমিরগুলো বারবার তার কাছে আসছিল। এ সময় জেলেরা বৃদ্ধ লোকটির চিৎকার শুনে সাহায্যর জন্য এগিয়ে যায় এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সকে ডেকে আনে। শেষ পর্যন্ত বৃদ্ধ কুমিরের হাত থেকে রক্ষা পেলেও এখনও আতঙ্ক কাটেনি বলে জানিয়েছে তার চিকিৎসক।
×