ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুনঃ অর্থায়ন তহবিলের সময় বাড়ছে, সুদ কমছে

প্রকাশিত: ১৯:০১, ১৮ মে ২০১৬

পুনঃ অর্থায়ন তহবিলের সময় বাড়ছে, সুদ কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের ঋণের জন্য সময় বাড়াতে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। একই সঙ্গে সুদ হার কমানোর বিষয়েও সুপারিশ করবে তারা। সম্প্রতি ঋণ বিতরণ সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও এ কমিটির প্রধান সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে যে ফান্ড গঠন করা হয়েছে; তার মেয়াদ এক বছর বাড়ানোর বিষয়ে সরকারের কাছে আমরা আবেদন করব। তিনি বলেন, একই সঙ্গে সুদ হার কমানোর বিষয়েও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এটি হবে যে টাকা এখনো ছাড় হয়নি; সেটির জন্য। তবে সবকিছু নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর। মন্ত্রণালয় অনুমোদন দিলেই এটি কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকের মিনিটস পাশ হওয়ার পরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে। উল্লেখ্য, ২০১০ সালে ধসের পরিপ্রেক্ষিতে মার্জিন ঋণ গ্রহীতা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে উঠার জন্য সকারের পক্ষ থেকে ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ঘোষণা করা হয়। ইতোমধ্যে বিনিয়োগকারীদের মাঝে ৬৫০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
×