ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হজযাত্রী নিবন্ধন শুরু

প্রকাশিত: ০৮:৩৬, ১৮ মে ২০১৬

হজযাত্রী নিবন্ধন শুরু

বাংলানিউজ ॥ সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত ৪৮৩টি এজেন্সির মাধ্যমে সোমবার থেকে নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও মঙ্গলবার থেকে অপারেশন শুরু করে হজ অফিস। এর আগে বেসরকারী ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন শুরু হয় গত ২৩ জানুয়ারি। শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। তবে সরকারী ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ মে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, পাসপোর্টের তথ্য ও মাহারামের পরিচয় নিশ্চিত হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিতে যোগাযোগ করতে হবে।
×