ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ১৮ মে ২০১৬

জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেল বাংলাদেশ

বাংলানিউজ ॥ জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) আওতায় দেশের ১৬টি কমিউনিটি রেডিওতে কর্মরত ৬০ তরুণীকে এ পুরস্কার দেয়া হয়। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেনেভা কর্ম পরিকল্পনা অনুসারে ২০১২ সাল থেকে আঠারোটি বিভাগে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে গণমাধ্যম বিভাগে এ বছর সেরা পুরস্কারটি জিতে নেয় বিএনএনআরসি। গত ৩ মে জেনেভোয় বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান পুরস্কারটি গ্রহণ করেন। দেশে ফিরে বজলুর রহমান সচিবালয়ে তথ্যসচিব মরতুজা আহমদের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মরতুজা বলেন, এ পুরস্কারের মাধ্যমে আমাদের কাজ বিশ্ব সভায় স্বীকৃতি পেল। যারা গণমাধ্যমে ‘কণ্ঠহীনের কণ্ঠস্বর’ তুলে আনার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি জানান, বিএনএনআরসির ‘কমিউনিটি মিডিয়া ও সাংবাদিকতায় নারীরা বাংলাদেশের গ্রামীণ সম্প্রচার সাংবাদিকতায় নতুন যুগের উন্মেষ’ প্রকল্পটি শুধু সর্বাধিক ভোটই পায়নি বরং পাঁচটি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় বাছাইকৃত ৩১১টি প্রকল্পে ২ লাখ ৪৫ হাজার সদস্য ভোট দিয়েছেন।
×