ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৬:২৯, ১৮ মে ২০১৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে আর বাংলাদেশ বাঁচলে, আমরা বাঁচব। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা, যুদ্ধাপরাধীদের বিচার পুরোপুরি বাস্তবায়ন করা, বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করাসহ অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলালসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধবিষয়ক সিম্পোজিয়াম ॥ বিএসএমএম মঙ্গলবার দুপুরে বিএসএমএম বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিল্টন হলে হাড়ের ক্ষয় রোগ (অস্টিওপোরোসিস) প্রতিরোধ : বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠা সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে যানবাহনে উঠেন অনেকেই। কাজটি যে কতটা বিপজ্জনক এবং যে কোন সময়ে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা তা চিন্তার অবকাশ সব সময় থাকে না। এমনই এক ‘দুঃসাহসী’ বাস আরোহীর ছবি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। বিজ্ঞানমেলা ও বইমেলা মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বিজ্ঞানমেলা ও বইমেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গবর্নিং বডির সভাপতি আলহাজ কামাল আহমেদ মজুমদার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন ও গবর্নিং বডির অন্য সদস্যবৃন্দ। তিন দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাবি উপাচার্য
×