ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম দক্ষিণ কোরীয় ঔপন্যাসিক পেলেন ম্যান বুকার পুরস্কার

প্রকাশিত: ০৬:২৭, ১৮ মে ২০১৬

প্রথম দক্ষিণ কোরীয় ঔপন্যাসিক পেলেন ম্যান বুকার পুরস্কার

দক্ষিণ কোরীয় লেখিকা হান কাঙ সোমবার ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তিনি তার অনুবাদকের সঙ্গে ৫০ হাজার পাউন্ড মূল্যের এ পুরস্কার ভাগাভাগি করে নেবেন। তার অনুবাদক মাত্র তিন বছর আগে কোরিয়ান ভাষা শেখা শুরু করেন। হান কাঙ (৪৫) তার ‘ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন। এক নারীকে নিয়ে এ উপন্যাস লেখা হয়েছে। উপন্যাসে দেখানো হয়েছে, ওই নারী মানুষের বর্বরতার অবসান এবং মাংস খাওয়ার অভ্যাস পরিত্যাগে উদ্বুদ্ধ করতে চান। তার এ বইটি অনুবাদ করেন দেবোরাহ স্মিথ। হান কাঙ বলেন, আমি খুব সম্মানিত বোধ করছি। দক্ষিণ কোরিয়ার নাগরিক হিসেবে তিনি প্রথম এ পুরস্কার পেলেন। বিচারক প্যানেলের চেয়ারম্যান বয়েড টনকিন বলেন, দক্ষিণ কোরীয় লেখিকা হান কাঙের কাজটি ছিল অবিস্মরণীয়ভাবে শক্তিশালী ও মৌলিক। ক্রিয়েটিভ রাইটিং-এর প্রভাষক হান কাঙের প্রথম উপন্যাস এটি যা ইংরেজী ভাষায় অনূদিত হয়েছে। হান বলেন, নিজের একটি ছোটগল্প ‘দ্য ফ্রুট অব মাই উইমেন’ পরিমার্জন করতে গিয়ে এই উপন্যাসটির গল্প মাথায় আসে। ২০১৫ সালে এই পুরস্কার পান হাঙ্গেরির লেখক ল্যাসলু ক্রাসনাহোরকাই। -এএফপি ও ওয়েবসাইট রেকর্ড দামের চিঠি একাদশ শতাব্দীর একজন চীনা বুদ্ধিজীবীর একটি চিঠি রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। রবিবার বেজিংয়ে এক নিলামে ১২৪ অক্ষরের এক পাতার এই চিঠিটি কিনেছেন চীনা একজন চলচ্চিত্র ব্যবসায়ী ওয়াং জংজুন। কমবেশি ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি লিখেছিলেন। চীনে সং সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিস্টাব্দ) জেং ছিলেন খ্যাতনামা একজন গদ্য লেখক। নিলামে বিক্রি হওয়া ঐ চিঠিটি তিনি তার শেষ জীবনে এক বন্ধুকে লিখেছিলেন। চিঠিতে জং তার রাজনৈতিক জীবনের সমস্যা এবং একাকিত্বের কথা লিখেছিলেন। -বিবিসি
×