ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গুগলের জরিমানা!

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মে ২০১৬

গুগলের জরিমানা!

ওয়েব জায়ান্ট গুগলের বিরুদ্ধে ইন্টারনেট সার্চে নিজেদের সেবা কিংবা পণ্যের প্রচার চালানোর অভিযোগ আনে ইউরোপিয়ান ইউনিয়ন। এজন্য এ্যান্টিট্রাস্ট আইনে অভিযুক্ত গুগলের জরিমানার পরিমাণ হতে পারে তিন হাজার চার শ’ কোটি ইউরো। ২০১০ সালের শেষ থেকে এখন পর্যন্ত তিনবার ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছে গুগল কর্তৃপক্ষ। তবে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের অবস্থান পরিবর্তন না করলে সমস্যা সমাধানে আর এগোবে না গুগল। কারণ বিজ্ঞপ্তিপত্র চূড়ান্ত না হলেও আগামী মাসেই গুগলের বিরুদ্ধে জরিমানা ঘোষণা করতে পারে ইউরোপিয়ান কমিশন। সঙ্গে ইন্টারনেট সার্চে গুগলের আধিপত্যের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইউরোপিয়ান কমিশন কোন প্রতিষ্ঠানকে তাদের বার্ষিক ব্যবসার শতকরা ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে। গুগলের জন্য তা সর্বাধিক ৬শ’ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। এ পর্যন্ত এ্যান্টিট্রাস্ট আইনে সবচেয়ে বেশি জরিমানা দিয়েছে কম্পিউটার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনটেল। প্রতিষ্ঠানটির দেয়া জরিমানার পরিমাণ ছিল এক হাজার এক শ’ কোটি ইউরো। -ডেইলি টেলিগ্রাফ
×