ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় শাস্তি পেতে হবে॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ২৩:০২, ১৭ মে ২০১৬

স্কুল শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় শাস্তি পেতে হবে॥ আইনমন্ত্রী

অনলাইন রিপোর্টার॥ বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নারায়ণগঞ্জে একজন হিন্দু স্কুল শিক্ষককে স্থানীয় এমপির উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় জড়িতদের শাস্তি পেতে হবে। আইনমন্ত্রী বলেন, শিক্ষককে কান-ধরে ওঠ-বস করানো অত্যন্ত নিন্দনীয় কাজ। এবং পেনাল কোড ঠিক মতো ঘাঁটলে এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। ঢাকায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এ মন্তব্য করেছেন। আইনমন্ত্রী হুশিয়ারি দেন যে কারণেই ঘটনা ঘটুক, আইন হাতে তুলে নেয়া বরদাশত করা হবে না। এর আগে গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ঐ ঘটনার তদন্ত করা হবে। শনিবার নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় এমপির উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করানো হয়। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ##
×