ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপহরনের ১২দিন পরও উদ্ধার হয়নি অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া

প্রকাশিত: ২১:০৪, ১৭ মে ২০১৬

অপহরনের ১২দিন পরও উদ্ধার হয়নি অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ বিদ্যালয় কোচিংএ যাওয়ার পথে অপহৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার (১৪) অপহরনের ১২ দিন পরও উদ্ধার হয়নি। তার বাবা-মা আছেন অজানা আতঙ্কের মধ্যে। এমনকি কোন আসামিও গ্রেফতার হয়নি। উল্টো দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য অপহরনকারী চক্র হুমকি দিয়ে আসছে। মামলাসুত্রে জানা গেছে, ৫ মে বিকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কোচিংএ যাচ্ছিল নাদিয়া। তার বাড়ি চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে। নাদিয়ার বাবা আলী আহম্মদ খান জানান, প্রায় সময় এক নম্বর আসামি ছাইদুল মুন্সী তার মেয়েকে উত্যক্ত করত। দিত বিয়ের প্রস্তাব। এসব প্রত্যাখ্যান করায় সংঘবদ্ধ হয়ে কোচিংএ যাওয়ার সময় নতুন পাড়া রাখাইন পল্লীর স্লুইস সংলগ্ন রাস্তা থেকে মাইক্রোযোগে চক্রটি অপহরন করে নেয় নাদিয়াকে। বিভিন্ন পর্যায়ে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ৭ মে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন আলী আহম্মদ খান। কিন্তু মেয়েকে উদ্ধার কিংবা কোন আসামি গ্রেফতার না হওয়ায় আলী আহম্মদ খান গোটা পরিবার নিয়ে অজানা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
×