ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে এক ঘন্টায় ৭৪ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ১৯:১১, ১৭ মে ২০১৬

ডিএসইতে এক ঘন্টায় ৭৪ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৭৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রয়েছে সূচকের উত্থান। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এইসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮১ পয়েন্টে। অপরদিকে সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৩ কোটি টকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২৭২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
×