ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে দলিত শিক্ষার্থীদের সাফল্য

প্রকাশিত: ১৯:০৭, ১৭ মে ২০১৬

পার্বতীপুরে দলিত শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ পার্বতীপুরে এবার এস এস সি পরীক্ষায় ১২ দলিত শিক্ষার্থী ( সুইপার সম্প্রদায়) অংশগ্রহন করে সবাই উর্ত্তীন হয়ে এলাকায় চমক সৃষ্টি করেছে । এরা শহরের নোংরা অপরিচ্ছন্ন বস্তি পরিবেশে বেড়ে উঠেছে। পার্বতীপুরের স্বনামধন্য এনজিও গ্রাম বিকাশ কেন্দ্র এদের শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব নেয়। আলোকিত মানুষ হিসেবে গড়তে তাদের তুলে আনে অন্ধকার জগৎ থেকে। লক্ষ্য ছিল দলিত ও নৃ-তাত্ত্বিক সম্প্রদায়ের লোকদের মধ্যে নেতৃত্বের উন্নয়ন , সৃজনশীল ও গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করা। দলিত শিশুরা যেন পূর্ব পুরুষের পেশার পরিবর্তে বৃহত্তর জনগোষ্টির কাছে গ্রহনযোগ্য পেশায় নিয়েিিজত হয়ে সন্মানজনকভাবে জীবনধারন করতে পারে । আমরা সেই কাজটি করেছি এবং মনে করি সফল হয়েছি। এস এস সি পাশের পর এখন তারা শিক্ষার উপরে যাওয়ার সিড়িতে। তাদের দেখে সুইপার বস্তির অনান্য শিশুরা উদ্বুদ্ধ হবে লেখাপড়ায়। হেকস ইপার সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় হলিষ্টিক অপরচুনিটিস ফর মেরিটরিয়াস স্টুডেন্ট এডুকেশন(হোম) এর আলো প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
×