ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একটি চিঠির দাম ৩২ মিলিয়ন ডলার

প্রকাশিত: ১৮:২১, ১৭ মে ২০১৬

একটি চিঠির দাম ৩২ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক ॥ একাদশ শতাব্দীর একজন চীনা বুদ্ধিজীবীর একটি চিঠি রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ৩২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। রোববার বেইজিংয়ে এক নিলামে ১২৪ অক্ষরের এক পাতার এই চিঠিটি কিনেছেন চীনা একজন চলচ্চিত্র ব্যবসায়ী ওয়াং জংজুন। কম-বেশি ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি লিখেছিলেন। চীনে সং সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ ) জেং ছিলেন বিখ্যাত একজন গদ্য লেখক। নিলামে বিক্রি হওয়া ঐ চিঠিটি তিনি তার শেষ জীবনে এক বন্ধুকে লিখেছিলেন। চিঠিতে জং তার রাজনৈতিক অসুবিধে এবং একাকীত্বের কথা লিখেছিলেন নিলাম হাউজ চায়না গার্ডিয়ানের একজন বিশেষজ্ঞ লি গুয়াংগুয়া বলেন, "চিঠিতে জেং তার হৃদয় ঢেলে দিয়েছিলেন।" ২০০৯ সালে জেং এর এই চিঠিই নিলামে বিক্রি হয়েছিল ১০৮ মিলিয়ন ইউয়ানে। মাত্র সাত বছরে এর দাম দ্বিগুণ হয়েছে। ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ কপালে ওঠা দামে শিল্পকর্ম কিনেছেন। ২০১৪ সালে নিউ ইয়র্কে এক নিলাম থেকে তিনি প্রায় ৬২ মিলিয়ন ডলার দিয়ে ভ্যান গগের তিনটি ছবি কিনে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সূত্র : বিবিসি ‍বাংলা
×