ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার দুই মেয়রের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ মে ২০১৬

ঢাকার দুই মেয়রের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার ঢাকা দক্ষিনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে হাইকমিশনার জাতীয় পর্যায়ে উভয় দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক স্থানীয় পর্যায়ের জনগণের মধ্যে বিস্তৃতকরণে আগ্রহ প্রকাশ করেন। মেয়র এবং হাইকমিশনার উভয়েই দিল্লী, কলকাতা বা মুম্বাই যেকোন একটির সঙ্গে একটি টুইন সিটি এ্যাগ্রিমেন্ট করার বা এ ধরনের উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুত সাশ্রয়ী এলইডি বাতি, স্থাস্থ্য, জনসংখ্যা, পাবলিক ইউটিলিটির অভিন্ন ক্ষেত্রে উভয় দেশের কাজ করার সুযোগ রয়েছে বলে মেয়র ও হাইকমিশনার একমত পোষণ করেন। এ সময় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব খান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন। অপরদিকে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের সঙ্গে তার কার্যালয়ে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত শেষে করা বৈঠকে মেয়র ডিএনসিসির বর্তমান অবস্থা এবং চ্যালেঞ্জসমূহের বিষয়ে তাকে অবহিত করেন। বৈঠকে ভারতীয় প্রতিষ্ঠান এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটিডের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
×