ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের নির্লজ্জ হস্তক্ষেপের নিন্দা সম্মিলিত সাংস্কৃতিক জোটের

প্রকাশিত: ০৮:৩১, ১৭ মে ২০১৬

পাকিস্তানের নির্লজ্জ হস্তক্ষেপের নিন্দা সম্মিলিত সাংস্কৃতিক জোটের

স্টাফ রিপোর্টার ॥ অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নির্লজ্জ হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীর পক্ষ অবলম্বন করে পাকিস্তান প্রকারান্তরে ৩০ লাখ বাঙালীকে হত্যা এবং কয়েক লাখ নারীর সম্ভ্রম ছিনিয়ে নেয়ার অপরাধের জন্য আদৌ যে অনুতপ্ত নয়, তা বিশ্ববাসীকে জানিয়ে দিল। বিবৃতিতে পাকিস্তানী ষড়যন্ত্র এবং তাদের এদেশীয় দালালদের প্রতিরোধ করার জন্য দেশপ্রেমী সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা না করলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
×