ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩৪ তম বিসিএসে দুই হাজার বিশ জনের নিয়োগ চূড়ান্ত

প্রকাশিত: ০৮:৩১, ১৭ মে ২০১৬

৩৪ তম বিসিএসে দুই হাজার বিশ জনের নিয়োগ চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ ৩৪তম বিসিএসে দুই হাজার ২০ জনকে নিয়োগের জন্য সোমবার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নিয়োগের কপি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। গত বছরের ২৯ আগস্ট ৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরে সংখ্যাটি কিছু বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৭৫। ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪ তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ জন। কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল। ওই বছরের মার্চ-এপ্রিলে লিখিত পরীক্ষা শেষে ডিসেম্বরে ফল প্রকাশ করা হয়। যাতে ৪৬ হাজার ৫৩০ জন অংশ নিয়ে উত্তীর্ণ হন ৯ হাজার ৮২২ জন।
×