ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

পরবর্তী আসরে খেলবে না শেখ জামাল!

প্রকাশিত: ০৬:৫২, ১৭ মে ২০১৬

পরবর্তী আসরে খেলবে না শেখ জামাল!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সঙ্গে বিরোধের কারণে এবং বিভিন্ন কারণে হতাশ হয়ে এএফসি কাপের পরবর্তী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশীয় ফুটবলের অন্যতম পরাশক্তি ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। কয়েক বছর আগে হঠাৎ ধুমকেতুর মতোই ফুটবলাঙ্গনসহ বিভিন্ন ক্রীড়ায় আবির্ভাব শেখ জামালের। মাত্র কয়েক বছরেই দেশের ফুটবল গ-ি পেরিয়ে শেখ জামাল ক্লাব তাদের সাফল্যের ব্যাপ্তি উপমহাদেশ পেরিয়ে এশিয়ান অঞ্চলেও জায়গা করে নেয়। এরই ফল স্বরূপ তারা এএফসি কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, যেটা এর আগে বাংলাদেশের কোন ক্লাব পারেনি। শেখ জামাল ক্লাব চলতি বছরের শুরু থেকে মে’র ১০ তারিখ পর্যন্ত তাদের এএফসি কাপের একটি পর্ব শেষ করেছে। এটি ছিল তাদের ২০১৩-১৪ বছরের চ্যাম্পিয়ন হয়ে যোগ্যতা অর্জনের পর্বটি। এএফসি কাপে এশিয়ার প্রতিটি দেশের লীগ চ্যাম্পিয়নরাই খেলে থাকে। সোমবার জানা গেছে ২০১৪-১৫ইং আসরের চ্যাম্পিয়ন দল হিসেবে এএফসি কাপের বাছাইপর্বে না খেলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। তারা মাত্র শেষ হওয়ার আগের পর্বটি খেলে এখন পরবর্তী পর্বটি খেলতে অপারগতা জানিয়ে এএফসিকে চিঠি দেবে। এ প্রসঙ্গে জনকণ্ঠকে শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন, ‘কিভাবে আমরা খেলবো বলেন। বাফুফে আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেই যাচ্ছে। তারা চায় আমাদের ক্লাবটি যেন ধ্বংস হয়ে যায়। এগুলো খুবই দুঃখজনক। তাই আমরা সিদ্বান্ত নিয়েছি আগামী বছর এএফসি কাপে অংশ নেব না। অবশ্য এটা প্রাথমিক সিদ্ধান্ত। খুব শীঘ্রই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ হেলাল আরও বলেন, শেখ জামাল ক্লাব এদেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব। উপমহাদেশে শেখ জামালের রয়েছে অন্যরকম সুনাম। যা নিকট অতীতে কোন বাংলাদেশী ক্লাব অর্জন করতে পারেনি।
×