ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবলারদের সমস্যা মনোবল!

প্রকাশিত: ০৬:৫০, ১৭ মে ২০১৬

ফুটবলারদের সমস্যা মনোবল!

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়ান কাপের প্লে-অফ রাউন্ডে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২ ও ৭ জুন তাদের খেলতে হবে প্রতিপক্ষ তাজিকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচকে কেন্দ্র করেই এখন চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইতোমধ্যেই পুরনো ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে আবারও হেড কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। ক্রুইফ আসছেন আজ ভোরে। গত শুক্র ও শনিবার জাতীয় ফুটবল দলের অনুশীলন করার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু প্রবল বর্ষণের কারণে মাঠ অনুশীলনের অনুপযোগী হয়ে পড়ে। ফলে জাতীয় ফুটবল দলের অনুশীলনের ব্যবস্থা করা হয় বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে। সোমবার অবশ্য বৃষ্টি হয়নি। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ছিল ভাল অবস্থায়। এজন্য সোমবার বেঙ্গল টাইগারদের অনুশীলন হয় সেখানেই। ৩৬ জনের প্রাথমিক স্কোয়াডের ৩৫ ফুটবলার ছিলেন টার্ফে। জামাল ভুঁইয়া এখনও ফেরেননি ডেনমার্ক থেকে। রুবেল মিয়া, মোনায়েম খান রাজু এবং আতিকুর রহমান মিশু পায়ের চোটের কারণে অনুশীলন করতে পারেননি। বাকিদের অনুশীলন করান দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু। এদিকে শাস্তি মওকুফের আবেদন না করায় এখন জাতীয় দলে ফিরতে পারেননি ডিফেন্ডার ইয়াসিন খান এবং উইঙ্গার জাহিদ হোসেন। জানা গেছে- ইয়াসিন খান আর জাতীয় দলে খেলতে চান না। কারণ তিনি নিজেকে নির্দোষ মনে করেন। এদিকে জাহিদের বাবা অসুস্থ থাকায় তাকে নিয়ে ব্যস্ত জাহিদ এখনও আবেদন করার সময় পাননি। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তিনি বাফুফের কাছে ক্ষমা চেয়ে লিখিত আবেদন জানাবেন। এর আগে গত ১৬ জুন ঘরের মাঠে তাজিকিস্তানকে সর্বশেষ মোকাবেলা করে বাংলাদেশ। সে ম্যাচে তাজিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচের আগে গোল করে লিড নিয়েছিল স্বাগতিকরা। ম্যাচের ৬৮ মিনিটে সফরকারী দলের এক খেলোয়াড় লাল কার্ড পেলে বাকি ২২ মিনিট তাদের খেলতে হয় দশজন নিয়ে। তারপরও ঠিকই খেলা শেষ হবার দুই মিনিট আগে ঠিকই গোল শোধ দিয়ে ‘বেঙ্গল টাইগার্স’দের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ‘দ্য ক্রাউন’রা। দুর্ভাগ্যের ড্র করে বাংলাদেশ দল। ওই ম্যাচের সময় তাজিকিস্তানের ফিফা র‌্যাঙ্কিং ছিল ১৩৯, আর বাংলাদেশের ১৬৬। এখন তাজিকিস্তানের ১৬৪, বাংলাদেশের ১৭৮। এ পর্যন্ত বাংলাদেশ ও তাজিকিস্তান ফিফা স্বীকৃত ৭ ম্যাচে পরস্পরের মোকাবেলা করেছে। তাজিকিস্তান জিতেছে ৪ ম্যাচ, বাংলাদেশ ১টি। ড্র হয়েছে ২টি ম্যাচ। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে অফ ম্যাচের আগে জাতীয় দলের ফিটনেসে তেমন কোন ঘাটতি না থাকলেও মানসিক দৃঢ়তায় ঘাটতি রয়েছে বলে মনে করেন সহকারী কোচ সাইফুল বারী টিটু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু খেলোয়াড়রা স¦াধীনতা কাপে খেলেছে তাই ফিটনেস নিয়ে তেমন চিন্তার কিছু দেখছি না। তবে দীর্ঘদিন যাবত যেহেতু খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তাই তাদের মানসিকতায় কিছু দুর্বলতা লক্ষ্য করছি। বিগত কদিনে তাত্ত্বিক ও শারীরিক উভয় প্রকার অনুশীলনেই খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করেছি। বাকি কাজগুলো লোডভিক ডি ক্রুইফ এসে করবেন। লোডভিকের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হয়েছে আমার। দলের সার্বিক পরিস্থিতি নিয়ে ক্রুইফ অবগতই থাকবেন।’ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা মিডফিল্ডার মামুনুল ইসলাম সম্পর্কে টিটুর মূল্যায়ন, ‘মামুনুল এই মুহূর্তে ম্যাচ ফিট নন। কিছুদিন নিয়মতান্ত্রিক অনুশীলনের বাইরে থেকে ওজন কিছুটা বাড়িয়ে ফেলেছে। তবে এটি বড় কোন সমস্যা নয়। ক্রুইফ এসে তাকে কিছু বাড়তি অনুশীলনের প্রেসক্রিপশন দেবেন। বাড়তি কিছু অনুশীলন করলেই মামুনের ম্যাচ ফিটনেস ফিরে আসবে। স্কিল লেভেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ওই দিকে মামুন ঠিক আছে।’ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘ম্যাচ ডেতে তাজিকিস্তানের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রী সেলসিয়াস থাকবে। তাই কন্ডিশন খুব একটা কষ্টকর হবে না আমাদের। মূল লক্ষ্য হচ্ছে টোটাল টিমওয়ার্কে একটি ভাল পারফর্মেন্স উপহার দেয়া। তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে নাÑ এটি আমি বিশ^াস করি না। আমার বিশ^াস ভাল খেললে দুই ম্যাচে মিলে বাংলাদেশের পক্ষে এই চ্যালেঞ্জ টপকানো সম্ভব।’ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা অপর ফুটবলার ফরোয়ার্ড সোহেল রানা বলেন, ‘অনেকদিন খেলার মধ্যে ছিলাম না। তাই দলের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি। ক্রুইফ এলে আমাদের জন্য ভালই হবে, কেননা তিনি আমাদের ভাল মতোই চেনেন।’ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল বলেন, ‘অনুশীলন ভালই চলছে আমাদের। তবে ক্রুইফ এলে সেটা আরও গতিশীল হবে।’
×