ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোম ও মিলানের রাস্তায় চীনা পুলিশের টহল

প্রকাশিত: ০৬:২৪, ১৭ মে ২০১৬

রোম ও মিলানের রাস্তায় চীনা পুলিশের টহল

মে মাসের চমৎকার বিকেল। সূর্যের আলোয় ঝলমল করছে রোমের প্রাচীন উন্মুক্ত মঞ্চ কলোসিয়াম। গাঢ় নীল ইউনিফর্ম ও ক্যাপ পরিহিত পুলিশ কর্মকর্তা পাং বাও তার রোদচশমা ঠিক করে টহল শুরু করলেন সেখানে। তিনি পর্যটকদের দিকে খেয়াল রাখছেন এবং পর্যটকরাও তাকে দেখছেন। কেউ কেউ তার সঙ্গে ছবিও তুলছেন। এর মাধ্যমেই শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে দুই সপ্তাহের জন্য ইতালির রাজধানী রোম ও দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে ইতালীয় পুলিশের পাশাপাশি চার চীনা পুলিশ কর্মকর্তার টহল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাঞ্জেলিনো আলফানো এর আগে জানিয়েছেন, পর্যটকের ভরা মৌসুমে চীনা পর্যটকদের মনে আশ্বাস যোগাতে চীনা পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। কর্তব্যরত এই চার চীনা পুলিশ নিজেদের মাতৃভাষার পাশাপাশি ইতালিয়ান ভাষাতেও কথা বলতে পারেন। এই পরীক্ষামূলক পদক্ষেপ সফল হলে আগামী দিনে তা ইতালির অন্যান্য শহরেও বিস্তৃত করা হবে। অফিসার পাং চীনের সবচেয়ে বড় পুলিশ বিভাগের এক শীর্ষ কর্মকর্তা। তিনি চীনের দক্ষিণাঞ্চলীয় মহানগরী গুয়াংঝুর শীর্ষ পুলিশ সুপারভাইজার। ইতালিতে তার ও তার তিন সহকর্মীর প্রতি কড়া নির্দেশ হলো, চীনা পর্যটকদের রক্ষা করা। তবে এটি স্পষ্ট নয় যে, এই চার পুলিশ ইতালি ও রোমে বিভক্ত হয়ে কিভাবে পর্যটকদের রক্ষা করবে। ৪৪ বছর বয়সী পাং বলেন, গত সপ্তাহের প্রথম দিকে টহল শুরুর প্রথম দিনে চীনা পর্যটকরা আমাদের দেখে চমৎকৃত হয়েছেন। প্রতি বছর প্রায় ৩০ লাখেরও বেশি চীনা পর্যটক ইতালিতে ভ্রমণ করেন এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। ফ্রান্সের সঙ্গে ইতালিও চীনা পর্যটকদের জন্য ইউরোপের অন্যতম শীর্ষ গন্তব্যে পরিণত হয়েছে। ব্যাংক অব ইতালির তথ্যানুযায়ী, ২০১৪ সালে চীনা পর্যটকরা ইতালিতে ৪৬ কোটি ৮০ লাখ ইউরো ব্যয় করেছে। ইতালীয় নেতারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ওই বছরই দুই দেশ দ্বিপাক্ষিক পুলিশ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। চীন ও একটি ইউরোপীয় দেশের মধ্যে এ ধরনের চুক্তি প্রথম হয়েছে। আলফানো জানিয়েছেন, শীঘ্রই ইতালীয় পুলিশ কর্মকর্তারাও চীনের রাজধানী বেজিং ও বৃহত্তম শহর সাংহাইয়ে টহল দিতে যাবেন। কারণ ইতালি থেকে অনেক পর্যটক চীনে বেড়াতে যান। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×