ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইবি প্রো-ভিসির পিএইচডি ভূয়া, অভিযোগ শিক্ষকদের

প্রকাশিত: ০১:১২, ১৬ মে ২০১৬

ইবি প্রো-ভিসির পিএইচডি ভূয়া, অভিযোগ শিক্ষকদের

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড, মো. শাহিনুর রহমানের বিরুদ্ধে ভূয়া পিএইচডির অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ এবং প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের শিক্ষকরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন। জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু পরিষদ এবং শাপলা ফোরামের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় পিএইচডি অর্জন করতে কমপক্ষে দুই বছর সময় লাগে। কিন্তু অধ্যাপক ড. শাহিনুর রহমান ৫ মাস ৭ দিনে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি পিএইচডির জন্য নিবন্ধিত হন ১১ জুলাই ২০০২ কিন্তু থিসিস পেপার জমা দেন নিবন্ধিত হওয়ার ৮ দিন আগে অর্থাৎ ৩ জুলাই ২০০২। পরীক্ষা কমিটি গঠন করা হয় ৩ নভেম্বর ২০০২ এবং ডিগ্রী অনুমোদন করা হয় ৩০ ডিসেম্বর ২০০২। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানের ভূয়া ডিগ্রী তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান তারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. রাশিদ আশকারী সহযোগী অধ্যাপক দেবাশীস শর্মাসহ দুই সংগঠনের শিক্ষকরা।
×