ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজার বেতারে সংবাদ প্রচারের নামে ১০ লাখ টাকা অপচয়

প্রকাশিত: ০০:৫০, ১৬ মে ২০১৬

কক্সবাজার বেতারে সংবাদ প্রচারের নামে ১০ লাখ টাকা অপচয়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উপজেলা সংবাদদাতাদের নামে সম্মানি ভাতা উত্তোলন করে আতœসাৎ, দেড় বছর আগে চাকরী ছেড়ে দেয়া শিল্পীর স্বাক্ষর জাল করে সম্মানী ভাতা উত্তোলন, নিয়মিত ভুঁয়া বিল ভাউচার তৈরী, প্রতিবাদকারীদের চাকরিচ্যুত করার হুমকি, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. হেমায়েত আকবর টিপুর বিরুদ্ধে। এমনকি সংবাদ প্রচারের নামে সরকারের অন্তত দশ লাখ টাকা অপচয়ের অভিযোগও রয়েছে বেতারের এ কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়াও সংবাদদাতাদের বেতন বকেয়া রেখে দেয়া, ভূঁয়া বিল ভাউচার করে অনিয়মিত শিল্পীদের নামে সম্মানী ভাতা, গাড়ি ব্যবহার না করে জ্বালানী তেলের টাকা উত্তোলন, বিভিন্ন উপজেলার সংবাদদাতাদের নামে অতিরিক্ত সম্মানী ভাতা উত্তোলন করে আত্মসাৎ, বেতার অফিসে কর্মরত নেই- এমন অস্থায়ী কর্মচারীদের নামে বেতন উত্তোলন করে টাকা আত্মসাৎ সহ আরও বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ ও প্রতিকার চেয়ে ৬জন উপজেলা সংবাদদাতা ও একজন ভুক্তভোগী নারী কর্মচারী বাংলাদেশ বেতারের মহা পরিচালক বরাবর আবেদন জানিয়েছে। ২০১২সালে কক্সবাজার কেন্দ্রে যোগদান করলেও ৫বছর ধরে একটি চেয়ার আঁকড়ে ধরে রয়েছেন এ কর্মকর্তা। তাকে অন্যত্র বদলী করা হলেও বিশেষ তদ্বিরের কারলে পূর্বের কর্মস্থলে থেকে গেছেন তিনি। সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. হেমায়েত আকবর টিপু এসব অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।
×