ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথমপত্র পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে॥ বিপাকে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০০:২৯, ১৬ মে ২০১৬

এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথমপত্র পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে॥ বিপাকে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের (কোড ২৫৩) পরীক্ষায় সরকারি এমএম কলেজ কেন্দ্রে পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ২০১৫ সালের সিলেবাসের পরিবর্তে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে পরীক্ষা চলাকালে ভুল প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের অবহিত করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ফলাফল নিয়ে সংশয়ে রয়েছে শিক্ষার্থীরা। সরকারি এমএম কলেজে কেন্দ্রের একাধিক পরীক্ষার্থীর অভিযোগ, রোববার দুপুরে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পর দেখা যায় ২০১৪ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের অবহিত করা হলেও তারা আমলে নেননি। উল্টো শিক্ষার্থীদের বলেছেন, বোর্ড যে প্রশ্ন সরবরাহ করেছে, সেটিতে তোমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের কিছু করার নেই।’ এরপর ওই প্রশ্নেই আমরা পরীক্ষা দিয়েছি। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এমএম কলেজ কেন্দ্রে ডা. আবদুর রাজ্জাক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। মান উন্নয়নের (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থীদের ২০১৫ সালের সিলেবাসের পরিবর্তে ২০১৪ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করায় বিপাকে পড়েছে। ফলাফল নিয়ে তারা সংশয়ে রয়েছে। এ প্রসঙ্গে সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, বিষয়টি শিক্ষার্থীরা আমাকে কিছু জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানলাম। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বোর্ড কর্তৃপক্ষকে জানানো হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আমাদের অবহিত করেনি। যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
×