ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলিয়ঁসে কবিগান

প্রকাশিত: ২৩:২২, ১৬ মে ২০১৬

আলিয়ঁসে কবিগান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আয়োজন করা হয়েছে কবিগানের আসর। আরিফ দেওয়ান ও আলেয়া বেগমের কবিগান শোনা যাবে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই কবিগানের আসরের আগে থাকবে নুসরাত ফতেহ আলী খানকে নিয়ে আলোচনা। নুসরাতকে নিয়ে ‘নুসরাত, দ্য ভয়েস অব ফেইথ’ নামের একটি বই লিখেছেন ফরাসি সঙ্গীত গবেষক পিয়্যের এ্যাঁলা বো। প্রায় এক দশক ধরে তিনি নুসরাত ফতেহ আলী খানের জীবন ও সঙ্গীত নিয়ে গবেষণা করেছেন। বেশ কিছুদিন সময় কাটিয়েছেন নুসরাতের সঙ্গে। ইতিমধ্যে ফরাসি, ইংরেজি ও উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে বইটি। আগামী বছর প্রকাশিত হবে বাংলায়।
×