ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় জলাতঙ্কে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ২৩:০৩, ১৬ মে ২০১৬

ভালুকায় জলাতঙ্কে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ২০ দিন পর কামনা আক্তার রীথি (৬) নামে প্রথম শ্রেনীর এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মহাখালি হাসপাতালে মারা গেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি গ্রামের কামাল হোসেনের শিশু কন্যা স্থানীয় সানরাইজ প্রি-ক্যাডেট মডেল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী কামনা আক্তার রীথি ২০ দিন পূর্বে স্কুলে যাওয়ার পথে বেওয়ারিশ কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় মহাখালী জলাতঙ্ক নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রন শাখায় ভর্তি করা হয়। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার সকালে সে মারা যায়। রীথির মৃত্যুতে তার সহপাঠিসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
×