ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আহসানউল্লাহর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ২০:১০, ১৬ মে ২০১৬

আহসানউল্লাহর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

অনলাইন রিপোর্টার॥ ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরির আদালতে সোমবার ফেরদৌস আইনজীবীর ম্যাধমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। ৭ মে ফেরদৌস আদালতের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। ৪ মে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ মে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় মামলা করেন। এরপর গভীর রাতে কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের (ইইই) শিক্ষক।
×