ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারো মৃত্যুদণ্ড ব্যবস্থা চালুর ঘোষণা রদ্রিগোর

প্রকাশিত: ২০:০৪, ১৬ মে ২০১৬

আবারো মৃত্যুদণ্ড ব্যবস্থা চালুর ঘোষণা রদ্রিগোর

অনলাইন ডেস্ক॥ আবারো সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিলেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। নির্বাচনের পর রিপোর্টারদের কাছে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি শপথ করেন মৃত্যুদণ্ড ব্যবস্থা প্রবর্তনের। এ সময় তিনি আরো জানান, সুসংগঠিত সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিদের এবং আইন ফাঁকি দিয়ে চলা ব্যক্তিদের গুলি করে হত্যা করা অনুমতি দেয়া হবে নিরাপত্তা বাহিনীকে। বিবিসি তার প্রতিবেদনে জানায়, এটি স্পষ্ট নয় তিনি কিভাবে এত গুরুত্বপূর্ণ বিষয় কার্যকর করবেন, তবে তিনি অপরাধ নির্মূলের জন্যই সকলের কাছে 'পানিসার' বা শাস্তি দাতা হিসেবে পরিচিত। আগামী ৩০ জুন থেকে প্রেসিডেন্ট হিসেবে কার্যালয়ে বসবেন রদ্রিগো দুতের্তে। এ সময় তার নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কংগ্রেসের অন্য সদস্যদের সাহায্যর প্রয়োজন হবে।
×