ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাম্বিয়ায় ৮ টন কোকেন জব্দ

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ মে ২০১৬

কলাম্বিয়ায় ৮ টন কোকেন জব্দ

অনলাইন ডেস্ক ॥ পানামা সীমান্তের কাছে কলাম্বিয়ার জাতীয় পুলিশ আট মেট্রিকটন কোকেন জব্দ করেছে। রোববার দেশটির সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বিপুল পরিমাণ কোকেন জব্দের অন্যতম বড় ঘটনা এটি। জব্দ করা কোকেনের মূল্য আনুমানিক ২৪ কোটি মার্কিন ডলার। অ্যান্টিওকুয়া ডিপার্টমেন্টের টার্বো মিউনিসিপ্যালিটির একটি কলাবাগানের নিচে ভূগর্ভস্থ গোপন স্থানে এই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখা হয়েছিল। কলাম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এক ট্যুইটারবার্তায় বলেছেন, “ইতিহাসের সবচে বড় মাদকদ্রব্য জব্দের ঘটনা। অপরাধীদের বিরুদ্ধে একটি আঘাত।” অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস বলেছেন, এই কোকেন ছিল অপরাধীচক্র উসুগা গোষ্ঠীর। যুক্তরাষ্ট্র এই চক্রের মূল হোতাকে ধরার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। কলাম্বিয়ায় প্রতিবছর প্রায় ৪৪২ টন কোকেন উৎপাদিত হয় বলে জাতিসংঘ জানিয়েছে।
×