ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যান্ডশিল্পী রাহুল আনন্দ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

প্রকাশিত: ০৮:১৯, ১৬ মে ২০১৬

ব্যান্ডশিল্পী রাহুল আনন্দ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় ব্যান্ডদল জলের গানের প্রধান গায়ক রাহুল আনন্দ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তিনি এই দুর্ঘটনায় পড়েন বলে জানান রাহুলের বন্ধু জলের গানের পারকাশনিস্ট সাইফুল ইসলাম জার্নাল। তিনি বলেন, রাহুল ও তার এক বন্ধু মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার বন্ধু। রাহুল পেছনে ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পেছন থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই পড়ে যান। মোটরসাইকেলটিতে রাহুলের ডান পা থেঁতলে গেছে। তবে তার বন্ধু ফারুকের তেমন কিছু হয়নি। সাইফুল ইসলাম জার্নাল বলেন, দুর্ঘটনার পরপরই রাহুলকে নেয়া হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে তাকে নেয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রাহুলের পায়ে অস্ত্রোপচার করা হয় বলে জানান তিনি। রাহুল আনন্দ মঞ্চ নাটকের সঙ্গেও যুক্ত। তিনি প্রাচ্যনাট্য দলের শিল্পী। টিভি নাটকেও তিনি অভিনয় করেন। তবে এখন গায়ক হিসেবেই বেশি পরিচিত রাহুল আনন্দ।
×