ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এই ওয়ার্নার সেই ওয়ার্নার

প্রকাশিত: ০৬:২৯, ১৬ মে ২০১৬

এই ওয়ার্নার সেই ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ আধুনিক ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আইপিএলে ধুরন্ধর ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্বে নতুন করে মুগ্ধ ভক্তরা। সতীর্থদের কাছে হয়ে উঠেছেন ‘আইডল’। অথচ ‘তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না’- বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার স্কুল শিক্ষক! ইনস্টগ্রামে মূল্যায়ন কপির নিচে শিক্ষকের মন্তব্যের সেই কপিটি আপলোড করে ওয়ার্নার নিজেই তা উন্মোচন করেছেন। যেখানে লেখা, ‘ওয়ার্নার কেবল সং সাজতে চায়। কোন কাজের নয় এবং বড় হয়ে কিছুই করতে পারবে না!’ সম্প্রতি ঘরের জিনিসপত্র সরাতে গিয়ে এটি পেয়েছেন ওয়ার্নার। যেটি ২০০৪ সালে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তৈরি। ছবির ক্যাপশনে ওয়ার্নার লিখেছেন, ‘এই শিক্ষক আমাকে বলেছিলেন, তুমি বড় হয়ে কিছুই করতে পারবে না। তবু আমি যেটা ভাল পারতাম, সেই ক্রিকেট অনুশীলন করে গেছি।’ অস্ট্রেলিয়ার ১৩২ বছরের ক্রিকেট ইতিহাসে ওয়ার্নারই প্রথম খেলোয়াড় যিনি একটিও প্রথমশ্রেণীর ম্যাচ না খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। পাঁচ বছর পর ২০০৯ সালে ২৩ বছর বয়সে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সমানে আলো ছড়িয়ে যাচ্ছেন। ফলশ্রুতিতে গত বছর তাকে অস্ট্রেলিয়া দলের করা হয়েছে। আইপিএলে কালকের ম্যাচের আগ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫ হাফ সেঞ্চুরির সাহায্যে করেছেন তৃতীয় সর্বোচ্চ ৫১৫ রান। মন্তব্যের জন্য ওই শিক্ষক এখন নিশ্চই লজ্জিত বোধ করছেন!
×