ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাচীনতম কুঠারের ফলা

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ মে ২০১৬

প্রাচীনতম কুঠারের ফলা

কুঠারকে প্রাচীনকালের হাতিয়ার বলা হয়। সম্প্রতি এক আবিষ্কারে এ কথার প্রমাণ পাওয়া গেল। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের কিম্বারলি অঞ্চলে পাঁচ লাখ বছর আগে ব্যবহৃত এক কুঠারের ফলা আবিষ্কার করেছেন একদল প্রতœতত্ত্ববিদ। উইন্ডজনা জর্জ ন্যাশনাল পার্কের একটি বড় আকারের পাথরখ-ের ভাঁজে এই ফলা পাওয়া যায়। পাথরের তৈরি এই ফলার উভয় দিকই ধারালো। পরে কার্বন পদ্ধতি ব্যবহার করে এই ফলার বয়স নির্ণয় করা হয়। গবেষকরা বলছেন, এর আগেও অস্ট্রেলিয়া ও জাপানের বিভিন্ন জায়গায় কুঠারের ফলা আবিষ্কৃত হয়েছিল। তবে এই ফলাটি সবচেয়ে পুরাতন। গবেষণা দলের প্রধান সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত প্রতœতত্ত্ববিদ পিটার হিচকক বলেন, নতুন আবিষ্কৃত এই ফলার প্রধান বৈশিষ্ট্য এটির উভয় দিকই ধারালো ও এটির উপরি তল ঢালু। তিনি বলেন, বড় একটি পাথর খ- থেকে ভেঙ্গে পড়া ছোট্ট পাথর খ- ঘঁষে ধারালো করে এই ফলাটি তৈরি করা হয়েছিল। তখন কাটাকাটি এবং কোন জিনিস চাঁছার কাজে এ ধরনের ছোট আকারের কুঠার ব্যবহারের রেওয়াজ ছিল। -লাইভ সায়েন্স অবলম্বনে।
×